logo
news image

নাটোরে আনসার ভিডিপি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, নাটোর।  ।  
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে দিক নির্দেশনা দিতে নাটোরে আনসার ও ভিডিপির সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ডিসেম্বর) দুপুরে নাটোরের কানাইখালী মাঠে সদর ও নলডাঙ্গা উপজেলায় দায়িত্বরত ১৮৭২ জন আনসার ও ভিডিপি সদস্যদের দিক নির্দেশনা প্রদান করা হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন,আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট শাহ আহমদ ফজলে রাব্বি ও সদর উপজেলা কর্মকর্তা জগলুল আরেফিন । পরে নির্বাচন কেন্দ্রে আনুষাঙ্গিক খরচের জন্য প্রনোদনা হিসাবে প্রত্যেক সদস্যের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। জেলায় এবার মোট ৬৭৯২জন আনসার ও ভিডিপি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন। এরমধ্যে নারী রয়েছেন ২২৬৪জন। ইতোমধ্যে প্রত্যেককে নির্বাচনী বিশেষ প্রশিক্ষণ ও নতুন পোশাক প্রদান করা হয়েছে। এছাড়া প্রত্যেক কেন্দ্রের জন্য দুইজন করে সদস্যকে সেনাবাহিনীর তত্বাবধানে অস্ত্র প্রশিক্ষণ ও তাদেরকে প্রদানের জন্য নতুন অস্ত্রও ক্রয় করেছে সরকার।

সাম্প্রতিক মন্তব্য

Top