নারায়ণগঞ্জ খান সাহেব স্টেডিয়ামে সেনা প্রধান
নিজস্ব প্রতিবেদক, নারায়নগঞ্জ। ।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী হতে নিয়োজিত সেনা সদস্যদের সাথে নারায়ণগঞ্জ খান সাহেব স্টেডিয়ামে অস্থায়ী সেনা ক্যাম্প পরিদর্শন ও সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ। এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সেনা প্রধানকে ফুল দিয়ে বরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার)। উপস্থিত ছিলেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো: আকবর হোসেন, জেলা প্রশাসক রাব্বী মিয়াসহ পুলিশের অন্যান্য উদ্ধর্তন কর্তৃপক্ষ।
সাম্প্রতিক মন্তব্য