logo
news image

অসমীয়া ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী

প্রাপ্তি প্রসঙ্গ ডেস্ক।  ।    
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি এবার অসমীয়া ভাষায় প্রকাশিত হয়েছে। ভারতের আসাম রাজ্যে এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার (২৬ ডিসেম্বর) নয়া দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) ভারতের আসামে গৌহাটি বইমেলায় অসমীয়া ভাষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মেঘালয়ের গভর্নর তথাগত রায়, ভারতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার রকিবুল হক এবং আসাম সাহিত্য সভার প্রেসিডেন্ট ড. প্রেমানন্দ রাজবংশী উপস্থিত ছিলেন।
গভর্নর তথাগত রায় বলেন, বঙ্গবন্ধুর এই বইতে তার জীবনের সংগ্রাম ও বাঙালি জাতির স্বাধীনতার কথা উল্লেখ রয়েছে। বইটি ভারতীয় উপমহাদেশের ৫০-৭০ সালের একটি ঐতিহাসিক দলিল।
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অসমীয়া ভাষায় অনুবাদ করেছেন সৌমেন ভারতীয়া ও ড. জুরি শর্মা। এর আগে বইটি বাংলা ভাষা ছাড়াও ইংরেজি, হিন্দি, চীনা, জাপানি, ফরাসি, আরবি, তুর্কি ও স্প্যানিশ ভাষায় প্রকাশিত হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top