logo
news image

নাটোর-৪ ধানের শীষের প্রার্থীতা বাতিল

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজ এর প্রার্থতা বাতিল করা হয়েছে। বুধবার সকালে হাইকোর্টে এক আদেশে এই প্রার্থীতা বাতিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল আজিজ এর আইনজীবী ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল।
উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করে নির্বাচনে অংশ নেওয়ায় ধানের শীষের প্রার্থী নাটোর-৪ আসনে আব্দুল আজিজ প্রার্থীতা বাতিল করেছেন হাইকোর্ট।

রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু ও আব্দুল আজিজ এর আইনজীবী ছিলেন ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল।
মআকস২৬১২১৮

সাম্প্রতিক মন্তব্য

Top