logo
news image

লালপুরে জেএসসিতে জিপিএ পেয়েছে ৮৭ প্রাথমিকে ৫৪৭

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)।  ।  
নাটোরের লালপুরে এ বছর জেএসসিতে জিপিএ-৫ ৮৭ আর প্রাথমিক শিক্ষা সমাপনীতে পেয়েছে ৫৪৭ জন । এর মধ্যে জেএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠান লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় ২০, নর্থ বেঙ্গল সুগার মিলস উচ্চ বিদ্যালয় ১১, লালপুর কেএন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ৯, কলসনগর উচ্চ বিদ্যালয়, বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও বিলমাড়ীয়া  উচ্চ বিদ্যালয় পাঁচ জন করে, করিমপুর উচ্চ বিদ্যালয় চার, চকনাজিরপুর উচ্চ বিদ্যালয় তিন, গোপালপুর উচ্চ বিদ্যালয়, রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয়, আড়বাব উচ্চ বিদ্যালয়, রাকসা উচ্চ বিদ্যালয় ও বোয়ালিয়াপাড়া উচ্চ বিদ্যালয় দুই জন করে, গৌরীপুর উচ্চ বিদ্যালয়, কচুয়া উচ্চ বিদ্যালয়, সাদীপুর উচ্চ বিদ্যালয়, লক্ষণবাড়ীয়া উচ্চ বিদ্যালয়, নওদাপাড়া জুুনিয়র উচ্চ বিদ্যালয়, মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় ও রামপাড়া উচ্চ বিদ্যালয় হতে একজন। এখানে ছয়টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।
প্রাথমিক শিক্ষা সমাপনীতে এখানে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে গেছে। ৫২৭ জন জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে ২১২ জন ছেলে ও ৩১৫ জন মেয়ে।
এছাড়াও এবতেদায়ী শাখায় বালিতিতা ইসলামপুর ফাজিল মাদ্রাসা ও সালামপুর দাখিল মাদ্রাসা দুইজন করে, আহমদপুর দাখিল মাদ্রাসা হতে একজন জিপিএ ৫ পেয়েছে। তবে এউপজেলায় জেডিসি হতে একজনও জিপিএ ৫ পায়নি।

সাম্প্রতিক মন্তব্য

Top