logo
news image

নাটোরে সম্প্রীতি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, নাটোর।  ।  
নাটোরে সম্প্রীতি বাংলাদেশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় একটি রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সন্ত্রাস চাঁদাবাজ প্রতিরোধ ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক ও নাট্যব্যক্তিত্ব পীযুষ বন্দ্যোপাধ্যায়, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরিফুন্নেসা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.আনিসুজ্জামান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, মানুষে মানুষে আজ সম্প্রীতির বড় অভাব। বাংলাদেশে সংখ্যালঘু বলে কেউ নেই। আমরা সবাই যে বাঙ্গালী সে বিষয়টি বঙ্গবন্ধুই নির্ধারণ করে দিয়ে গেছেন।
বাংলাদেশের যারা বিরোধী শক্তি তারাতো বাংলাদেশ চায়নি। তারা কেন আবার ভোট চায়? ২০০১ সালের নির্বাচনের পর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জাতিগত সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালানো হয়েছে। সম্প্রীতি মানে মানুষে মানুষে সুসম্পর্ক, ভালোবাসা। এই সম্প্রীতি রক্ষা করার দায়িত্ব যারা জাতিগত সংখ্যালঘু তাদের। যারা রাজাকার বা রাষ্ট্রবিরোধী তাদের ভোট না দেয়ার আহ্বান জানান বক্তারা। যারা স্বাধীনতা বিরোধী ছিল শুধু তাদেরই বিচার করেছে বর্তমান সরকার। কিন্তু যারা তাদের মন্ত্রী বানিয়েছিল তাদেরও বিচার দাবি করেন আলোচকরা। কারণ আবহমান কাল ধরে বাংলাদেশে সে সম্প্রীতি মানুষ ধারণ করে এসেছে তা বিনষ্ট করেছে এই সব স্বাধীনতা বিরোধীরা।

সাম্প্রতিক মন্তব্য

Top