logo
news image

বাগাতিপাড়ায় টমোটো’র উত্তম কৃষি পদ্ধতি বিষয়ে মাঠ দিবস

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের বাগাতিপাড়ায় উত্তম কৃষি পদ্ধতিতে টমেটো চাষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার বেগুনিয়া গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এসএনভি নেদারল্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর আয়োজন করে। অনুষ্ঠানে অংশগ্রহনকারী ২৫০ জন কৃষক-কৃষাণীদের মাঝে উত্তম কৃষি পদ্ধতি অনূসরন করে নিরাপদ টমেটো উৎপাদনের বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়। এতে ফকির মজনু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোমরেজ আলী। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হৈমন্তি রাণী, সাংবাদিক মঞ্জুরুল আলম মাসুম, এসএনভি’র প্রতিনিধি ফিল্ড ফ্যাসিলিটেটর আল আমিন, হাব লিডার শরিফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন এসএএও সানোয়ার হোসেন, কৃষাণী সোহেলী সুলতানা প্রমুখ।

সাম্প্রতিক মন্তব্য