নাটোরে ১৪প্লাটুন বিজিবি মোতায়ন
নিজস্ব প্রতিবেদক, নাটোর। ।
নাটোরের চারটি আসনে নির্বাচনী নিরপত্তায় ১৪প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পুরো ব্যাটালিয়নের নেতৃত্ব দিচ্ছেন, ৫৩ ব্যাটালিয়নের মেজর এখলাসুর রহমান।
নাটোরে বিজিবি মোতায়নের বিষয়টি নিশ্চিত করেছে রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা ৫৩ বিজিবি নাটোরের উদ্দেশ্যে সকালে রওনা দেন। বিকেলে তারা নাটোর শংকর গোবিন্দ চৌধুরীর ইনডোর স্টেডিয়ামে অবস্থান করে। বুধবার সকাল থেকে তারা চারটি নির্বাচনী এলাকায় টহল শুরু করবে।
সাম্প্রতিক মন্তব্য