logo
news image

রাঙ্গামাটি জেলা পুলিশের সাংস্কৃতিক সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি।  ।  
মহান বিজয় দিবস-২০১৮ উপলক্ষে সোমবার (১৭ ডিসেম্বর) রাঙ্গামাটি পার্বত্য জেলায় নিউ পুলিশ লাইন্সে (সুখীনীলগঞ্জ) সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে সপরিবারে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মো: আলমগীর কবীর পরাগ ও পুনাক সভানেত্রী মিসেস নুরীয়া পারভীন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশ সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্যরা দলীয় সংগীত, নৃত্য, গান, কবিতা, বাঁশির সুর প্রভৃতি প্রদর্শন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে রাখেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার পুলিশ সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্দেশ্য বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যে থেকে ও পুলিশ সাংস্কৃতিক গোষ্ঠী অসাধারণ একটি সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দিয়েছে, এ জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে আরও ভালো অনুষ্ঠান করবে বলে প্রত্যাশা করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর)  মোঃ ছুফি উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী পুলিশ সুপার (সদর) মোঃ ইউসুফ সিদ্দিকী, পিপিএম, সহকারী পুলিশ সুপার (এসএএফ) রনজিত কুমার পালিতসহ পুলিশের অফিসার ও সদস্যবৃন্দ।

সাম্প্রতিক মন্তব্য

Top