logo
news image

নারায়ণগঞ্জে সাংবাদিকদের সাথে এসপির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ।  ।  
নারায়ণগঞ্জ প্রেসক্লাব কনফারেন্স রুমে মঙ্গলবার (১১ ডিসেম্বর) নারায়ণগঞ্জ প্রেসক্লাব কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএ ম(বার) পিপিএম (বার)কে ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, সেক্রেটারী শরীফ উদ্দিন সবুজ, এনটিভি’র সিনিয়র সাংবাদিক নাফিজ আশরাফসহ সিনিয়র সাংবাদিক এবং বিভিন্ন ইলেক্ট্রনিক্স মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং মতবিনিময় করেন। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নারায়ণগঞ্জকে যানজট মুক্ত, সন্ত্রাসী, চাঁদাবাজ ও ফুটপাতে হকারমুক্ত শান্তিময় শহর হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি গার্মেন্টস শিল্পকে চাঁদাবাজমুক্ত করবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। কোন অন্যায়ের সাথে আপোষ করিবেন না বলিয়া সাংবাদিকদেরকে জানান। তিনি আরো উল্লেখ করেন যে, ঢাকা, গাজীপুরসহ অন্যান্য জায়গায় পুলিশ সুপার হিসেবে কাজ করাকালীন সাংবাদিকদের সাথে সামাজিক ও পারিবারিক সম্পর্কের মাধ্যমে পেশাদারিত্বের সহিত কাজ করে এসেছেন। সাংবাদিকদের সাথে পুলিশের তথ্য বিনিময় ক্ষেত্রে যে কমিউনিকেসশন গ্যাপ সৃষ্টি হয় সেই বিষয়টি দূর করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলায় যোগদান করার সাথে সাথে একজন মিডিয়া অফিসার নিয়োগ করেন। সকল সাংবাদিকদেরকে সামাজিক দায়বদ্ধতা থেকে সঠিক, সত্য ও বস্তুনিষ্ঠু সংবাদ প্রকাশ করার জন্য অনুরোধ করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top