logo
news image

গুরুদাসপুরে নৌকার পথসভায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর (নাটোর)।  ।  
নাটোরের গুরুদাসপুরে আ-লীগের পথসভায় গিয়ে সাবেক ছাত্রলীগ কর্মী ও বর্তমান বিয়াঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সামসুল হকের (৩৫) মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিয়াঘাট ইউনিয়ননের কুমারখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিয়াঘাট ইউপি চেয়ারম্যান প্রভাষক মোজাম্মেল হকের সভাপতিত্বে আওয়ামী লীগের একাদশ জাতীয় সংসদ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান সাংসদ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস। সামসুল পথসভায় অংশগ্রহন করেছিলেন। পথসভার কার্যক্রম শেষের দিকে সোমবার (১০ ডিসেম্বর) বিকেল ৫টায় আওয়ামী লীগ নেতা সামসুল হক ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
এতে নির্বাচনী পথসভায় শোকের ছায়া নেমে আসে। তিন উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বাবলাতোলা গ্রামের কোরবান আলীর ছেলে।

সাম্প্রতিক মন্তব্য

Top