logo
news image

বড়াইগ্রামে সদ্য যোগদানকৃত প্রধান শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
উপজেলার বড়াইগ্রাম আহম্মেদপুর এমএইচ উচ্চ বিদ্যালয়ে সদ্য যোগদানকৃত প্রধান শিক্ষক রবিউল করিম পান্না (৪০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি---- রাজিউন)। বৃহস্পতিবার সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার কুমরুর গ্রামে নিজ বাড়িতে হৃদ যন্ত্রনায় ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী, তিন বছরের ছেলে, অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ৫ মাস আগে কৈডিমা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষকের পদের চাকুরী ছেড়ে দিয়ে আহম্মেদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে যোগদান করেন। বৃহস্পতিবার উপজেলা পরিষদে তার প্রথম জানাযা, আহম্মেদপুর উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় জানাযা এবং তার নিজ গ্রামে জানাযা শেষে সামাজিক কবর স্থানে দাফন করা হয়।
মআকস

সাম্প্রতিক মন্তব্য

Top