logo
news image

বাগাতিপাড়ায় অটিজম বিষয়ে ওয়ার্কশপ

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের বাগাতিপাড়ায় অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধীতা বিষয়ক উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা জিমনেসিয়ামে দিনব্যাপী এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ (এনএএএনডি) এর আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু ওই দিন সকালে অনুষ্ঠানের সভাপতি হিসেবে এ ওয়ার্কশপের উদ্বোধন করেন। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলীর সঞ্চালনায় অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, বাগাতিপাড়া সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাদেমুল ইসলাম, প্রেস ক্লাব সাবেক সভাপতি মাহাতাব উদ্দিন। রিসোর্স পারসোন ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের প্রভাষক মাহফুজুর রহমান এবং রাজশাহী কলেজের প্রভাষক প্রমথ চন্দ্র সরকার। ওয়ার্কশপে সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, যুব প্রতিনিধি, সাংবাদিকসহ একশ’ জন অংশ নেন।  

সাম্প্রতিক মন্তব্য

Top