logo
news image

লালপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)।  ।  
সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী ক্ষমতায়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে ২৭তম আন্তর্জাতিক এবং ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০১৮ পালিত হয়।  রোববার (৩ ডিসেম্বর) ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের আয়োজনে দিবসটি আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি উম্মুল বানীন দ্যুতি।  প্রধান শিক্ষক মোঃ সিমানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি,  এমআরবি ট্যুরস এন্ড ট্রাভেলসের স্বত্তাধিকারী সুপারিনটেনডেন্ট এম আর নাসিম, মোঃ ওয়াহিদুজ্জামান সরকার, প্রধান শিক্ষক আব্দুল খালেক, ইউপি সদস্য ইসমাইল হোসেন ভান্ডারী, প্রধান শিক্ষক তাহানুর ইসলাম, আঃ রশিদ মাস্টার, আসলাম উদ্দিন প্রমুখ।
ইউএনও প্রতিবন্ধী শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় করেন।   সেই সাথে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সহায়তার আশ্বাস দেন। 

সাম্প্রতিক মন্তব্য

Top