logo
news image

লালপুরে হাত-পায়ের রগ কেটে যুবলীগ নেতা হত্যা

নিজস্ব প্রতিবদেক, লালপুর (নাটোর)।  ।  
নাটোরের লালপুর উপজেলার বাহাদিপুর এলাকায় স্থানীয় আওয়ামী লীগের এক পক্ষ অপরপক্ষের এক যুবলীগ নেতার দুই হাত-পা ও মাথায় কুপিয়ে হত্যা করেছে।  বুধবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।  
লালপুর থানা, দলীয় সূত্র ও তিনজন প্রত্যক্ষর্শী জানান, বুধবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাহাদিপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের ১নম্বর ফটকের সামনে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহারুল ইসলাম (৩৮) দাঁড়িয়ে ছিলেন। এ সময় যুবলীগের তাঁরই প্রতিপক্ষ আওয়ামী লীগ সমর্থিত গোপালপুর পৌরসভার কমিশনার মাসুদ রানা, যুবলীগ কর্মী মঞ্জুসহ ১০ থেকে ১২ জন ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারিরা তাঁর দুই হাত ও দুই পায়ের রগ কেটে দেয়। একই সাথে তাঁর মাথায় একাধিক কোপ দেয়। হামলাকারিরা তাঁকে মূমূর্ষ অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে তাৎক্ষণিক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মজিবুল হক সবুজ জানান, জাহারুলের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁর অবস্থা সঙ্কটজনক। দুই হাত ও পায়ের রগ কেটে গেছে। অস্ত্রপোচারের প্রয়োজন হওয়ায় তাঁকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
তাঁকে বহনকারি অ্যাম্বুলেন্সের চালক জহুরুল ইসলাম জানান, জাহারুলকে নিয়ে তাঁরা রামেক হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।  নিহত জাহারুলের ছোট ভাই রেজাউল করিম ও বন্ধু উজ্জল মারা যাওয়ার বিষয়টি নিশ্চত করেন।  এছাড়া একই ঘটনায় জাহারুল গ্রুপের সমর্থক বাওড়া এলাকার বাবলু হোসেনের ছেলে প্রান্ত ও বিরোপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে তুহিন গুরুতর আহতাবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 
লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাল  হোসেন জানান, উভয়পক্ষ যুবলীগের নেতা-কর্মী। দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করা নিয়ে তাঁদের মধ্যে গোলমাল চলে আসছিল। এর জের ধরে মারপিটের ঘটনা ঘটেছে। যুবলীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, হামলাকারিরা বর্তমান সাংসদ মো.আবুল কালামের সাথে ওঠাবসা করে। অন্যপক্ষ সাংসদের প্রতিপক্ষ মনোনয়ন প্রত্যাশিদের সাথে চলাফেরা করে। বর্তমান সাংসদ এবার মনোনয়ন না পাওয়ায় সম্প্রতি জাহারুল সাংসদ সমর্থকদের মারপিটের চেষ্টা চালাচ্ছিল। এ নিয়ে গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছে। তাঁদের মুঠোফোন বন্ধ। এ ঘটনায় লালপুর ‍উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ফিরোজ আল হক ভূইয়াকে থানায় নিয়ে এসেছে পুলিশ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, তাঁরা ঘটনাটি শুনেছেন। শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পূর্ব বিরোধের জের ধরে ঘটনাটি ঘটতে পারে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো।

সাম্প্রতিক মন্তব্য

Top