logo
news image

আওয়ামীলীগ মনোনীত বকুলকে বরণ করতে জনতা ঢল

মো. মঞ্জুরুল আলম মাসুম, বাগাতিপাড়া
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত শহিদুল ইসলাম বকুলকে বরণ করতে সাধারন জনতার ঢল নেমেছে। প্রিয় নেতার ঢাকা থেকে মনোনয়নের চিঠি নিয়ে এলাকায় আগমণের খবরে সোমবার সকাল থেকেই হাজার হাজার সমর্থক তাকে বরণ করতে ছুটে যান নাটোরের বনপাড়ায়। অপেক্ষা শেষে সকাল ১১ টায় শহিদুল ইসলাম বকুল বনপাড়ায় পৌছুলে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন নেতা-কর্মীরা। এসময় মুহুর্মুহু শ্লোগানে মুখরিত হয় জনপদ। সেখানে জনতার উদ্দেশ্যে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন। ভেদা-ভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানান। এসময় তিনি দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানান। সেসময় বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারন সম্পাদক সেকেন্দার রহমানসহ লালপুর-বাগাতিপাড়ার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এরপর শহিদুল ইসলাম বকুল তার নির্বাচনী এলাকা লালপুরের উদ্দেশ্যে রওনা দেন। এসময় হাজার হাজার সমর্থক মোটর সাইকেল, মাইক্রোবাসের বহর নিয়ে তাকে অনুসরন করেন। পথিমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ন বাজার ও মোড়ে তিনি পথসভা করেন। বিকালে তিনি লালপুরের আব্দুলপুরের মিলকী পাড়ায় সাবেক সংসদ সদস্য জননেতা শহীদ মমতাজ উদ্দিনের কবর জিয়ারত ও পরে তিনি বাগাতিপাড়ায় সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওয়াহেদ মোল্লা’র কবর জিয়ারত করেন। এরপর তিনি ঐতিহাসিক বড় বাঘার হযরত দানেশ মান্দ হামিদ (র.) এর মাজার জিয়ারত করেন।
উল্লেখ্য, রোববার কেন্দ্রিয় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়নের চিঠি সংগ্রহ করেন শহিদুল ইসলাম বকুল। তিনি নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। মনোনয়ন প্রত্যাশী ২০ জনকে ডিঙিয়ে তিনি আওয়ামীলীগের মনোনয়ন পান। এর ফলে এ আসন থেকে ছিটকে পড়েন বর্তমান এমপি অ্যাডভোকেট আবুল কালাম।

সাম্প্রতিক মন্তব্য

Top