logo
news image

বড়াইগ্রামে সড়ক দুর্ঘনায় নিহত ২ শিক্ষার্থীসহ আহত ৩০

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
রবিবার সকাল সারে ৯ ঘটিকার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত্র কেন্দ্রে এলাকায় অজ্ঞাত (৬০) এবং ট্রাক চালক ইউনুস (৪০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বনপারা বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ট্রাক চালক বাড়ি ঢাকার মুন্সিগঞ্জ্ এবং অজ্ঞাত রয়েছে বাসের যাত্রী। আহতদের অধিকাংশ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজের ছাত্রী।
বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, পাবনা থেকে ছেরে আসা আলিফ-লাম পরিবহনের একটি বাস বনপারা পুলিশ তদন্ত্র কেন্দ্রের সামনে পৌছালে পাবনা গামী ক্রাউন্ট সিমেন্ট কম্পানির একটি লিকিউট সিমেন্ট বহনের ট্রাক (ঢাকা মেট্রো ই ৬১-০০৪৪) এর সাথে মুখোমুখি সংঘর্স হয়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী এবং ট্রাক চালক নিহত হয়। পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় পাটোয়ারী জেনারেল হাসপাতাল, আমেনা হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হলে ৫ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাইওয়ে থানার ভারপাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম শিকদার জানান, নিহত, আহতদের পরিচয় নিশ্চিত করন এবং ঘাতক বাস ট্রাকের বিরুদ্ধে মামলার চেষ্টা চলছে।
সম্পাদনায়-মআকস

সাম্প্রতিক মন্তব্য

Top