logo
news image

তুমিই স্বপ্নদ্রষ্টা

মোঃ শাহানেওয়াজ সেতু।  ।  
জন্মিলে তুমি মহামানবের এই পূণ্য ভূমিতে,
শত বৈরিতা-ঘোর অমানিশার মাঝে বিকশিত হলে ;
ক্ষুদে বয়সেই অসীম সাহস আর প্রতিবাদী কন্ঠস্বরে
আগন্তুক হয়ে দেখা দিলে-
তুমিই স্বপ্নদ্রষ্টা।
ভাষার দাবি থেকে শাসিত নিপীড়িতের অধিকার আদায়ে,
কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে সীমাহীন যন্ত্রনাকে জয় করে,
সাত কোটি বাঙ্গালির হৃদয় মন্দিরে স্বাধীনতার বীজ বুনেছিলে
তুমিই স্বপ্নদ্রষ্টা।
পরাধীনতার শিকল ভেঙ্গে সোনার বাংলা গড়তে,
সামরিক রক্তচক্ষু আর বুলেট - বোমা উপেক্ষা করে;
জনতার মঞ্চে বজ্রকন্ঠে শোনালে মুক্তির গান,
তুমিই স্বপ্নদ্রষ্টা
দিয়ে গেলে বাঙ্গালির মান।
দীর্ঘ প্রতীক্ষা শেষে ফিরলে তুমি নিজ ভূমে,
আনন্দ অশ্রুতে ভাসলো সেদিন বাংলাদেশের হৃদয়;
ক্ষণকালেই রচনা করলে বাঙ্গালির ইতিহাস,
তুমিই সেই স্বপ্নদ্রষ্টা।

* মোঃ শাহানেওয়াজ সেতু, সহকারী শিক্ষক, ভূইয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর, লালপুর, নাটোর।

সাম্প্রতিক মন্তব্য

Top