logo
news image

নাটোর-১ আসনঃ নির্বাচনী মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জাসদ প্রার্থী ইঞ্জিঃ মোয়াজ্জেম

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জাসদ (ইনু) মনোনীত প্রার্থী ইঞ্জিঃ মোয়াজ্জেম হোসেন নির্বাচনের মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। বৃহস্পতিবার বিকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নাসরিন বানুর কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ কার্যালয় থেকে তিনিই প্রথম নির্বাচনী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, নাটোর জেলা জাসদের সহ-সাধারণ সম্পাদক আসমত আলী নূরু, বাগাতিপাড়া উপজেলা জাসদের সভাপতি ফারুক আলম মুকুল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, কোষাধ্যক্ষ সাজদার রহমান, লালপুর উপজেলা জাসদের মূখ্য আহবায়ক আব্দুল হালিম, সদস্য প্রভাষক আলহাজ্ব শরিফুল আলম, করপোলার (অবঃ) শামসুল হক প্রমুখ।

সাম্প্রতিক মন্তব্য