logo
news image

নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই বন্ধ

নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই বন্ধ
নিজস্ব প্রতিবেদক:
 আখ মাড়াই উদ্বোধনের মাত্র ১১ ঘন্টা মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারনে লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলে মাড়াই বন্ধ হয়ে যায়। শুক্রবার বিকেল চারটার দিকে চলতি মাড়াই মৌসুম উদ্বোধনের পর শুক্রবার দিনগত রাত তিনটার দিকে মাড়াই কার্যক্রম বন্ধ হয়ে যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত (শনিবার বিকেল তিনটা ) মিলটির আখ মাড়াই বন্ধ ছিল।
মিলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, আখ মাড়াই উদ্বোধনের পর শনিবার রাত তিনটার দিকে যান্ত্রিক ত্রুটির কারনে মাড়াই বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পর থেকে ত্রুটি চিহ্নিত করে মেরামতের কাজ চলছে। আশা করি আমরা অতি দ্রুত মাড়াই শুরু করতে পারবো।
উল্লেখ্য চলতি বছর মিল এলাকায় ২২ হাজার ৪০ একর জমিতে প্রায় ৩ লাখ মেট্রিক টন আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।  এর মধ্যে ১৩০ কর্মদিবসে ২ লাখ ২ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। চিনি আহরনের হার ধরা হয়েছে ৭.৫০ ভাগ। তিনি আরো জানান, এবছর মিল এলাকায় ১৫০টি অবৈধ পাওয়ার ক্রাশারে আখ মাড়াইকারী মালিকদের উকিল নোটিশ দেয়া হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top