logo
news image

সিংড়ায় নির্বাচন কেন্দ্র কমিটির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, সিংড়া (নাটোর)।  ।  
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি কলেছেন, চলনবিলবাসীকে উন্নয়ন, সুশাসন ও নিরাপদ জনপদ উপহার দিয়েছি। মাত্র ১০ বছরে সিংড়া উপজেলাকে আধুনিক উপজেলা হিসেবে বাংলাদেশের মডেল বিবেচিত হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ, গ্রামে গ্রামে রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট, শতাধিক স্কুল,কলেজের ভবন নির্মান এবং উন্নত চিকিৎসা সেবা সহ উন্নত জীবন উপহার দিয়েছি।
প্রতিমন্ত্রী বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে পৌর বাসস্ট্যান্ড প্রাঙ্গণে সিংড়া উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের উদ্যোগে ১১৮টি ভোট কেন্দ্রে নবগঠিত নির্বাচন পরিচালনা কমিটি সদস্যবৃন্দ ও এজেন্টদের নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, এখন আর চলনবিলবাসীকে রাত জেগে পাহারা দিতে হয় না, মা-বোনকে ইজ্জত হারাতে হয় না। আমরা মাত্র ১০ বছরে ৩ মেঘাওয়াট থেকে বিদ্যুতের চাহিদা ১৮ মেগাওয়াটে পুরন করতে সক্ষম হয়েছি। বিগত ৩৭ বছরে সিংড়ার ১৮ হাজার  পরিবার বিদ্যুৎ পেয়েছিলা, মাত্র ১০ বছরে উপজেলার ৮৫ হাজার পরিবারে নতুন বিদ্যুৎ এর সংযোগ দেয়া হয়েছে।
এছাড়াও বক্তব্য রাখেন, সিংড়া পৌরসভার মেয়র, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ মোঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামীগের সাবেক সভাপতি এ্যাড. ফজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক জাহেদুল ইসলাম ভোলা, আরিফুল ইসলাম আরিফ, মিনহাজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এড জিল্লুর রহমান, জেলা আওয়ামীলীগ নেতা বিশ^নাথ দাস কাশিনাথ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুল হাবিব রুবেল, মাওলানা আব্দুর বারি রশিদী, ইউপি সদস্য কল্পনা বেগম, কর্মী দেলোয়ার হোসেন ডালিম প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ এর সভাপতিত্বে আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নিবার্চনে নৌকার মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে ভোট কেন্দ্রের নব-গঠিত কমিটির সদস্য ও এজেন্টগণ বক্তব্য দেন।

সাম্প্রতিক মন্তব্য

Top