logo
news image

মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে-এসপি বিপ্লব

নিজস্ব প্রতিবেদক, নাটোর।  ।  
নাটোর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে মাদক, সন্ত্রাস এবং জঙ্গিবাদের কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার। তিনি বুধবার (১৪ নভেম্বর) নাটোর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অভিভাবক সমাবেশে একথা বলেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বলেন, নাটোর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ হবে রাজনীতি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। ৩ একর জায়গার ওপর স্কুলের ৪ তলা ভবনের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। আগামী ১ জানুয়ারি থেকে স্কুলের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তিনি আশাব্যাক্ত করে বলেন বিদ্যালয়টি উত্তরাঞ্চল নয় দেশের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিগণিত হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, সরকারী বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হেসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শোভন গোস্বামী, স্থানীয় ইউপি চেয়ারম্যান ওসমান গণি ভুইয়া, কাউন্সিলর ফরহাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top