logo
news image

নর্থ বেঙ্গল সুগার মিলে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)।  ।  
বৃহস্পতিবার (১৫ নভেম্বর ) সকালে নর্থ বেঙ্গল সুগার মিলে ২০১৮-১৯ আখ মাড়াই মৌসুমে প্রতি বছরের ন্যায় এই বছরেও গ্যারেজ ও গাড়ির শুভ উদ্বোধন এবং নর্থ বেঙ্গল সুগার মিলের শুভ কামনায় দোয়া মাহফিলের আয়োজনে করা হয়।
গ্যারেজ ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলের কারখানা শাখার জিএম সৈয়দ মোঃ আবু বকর, জিএম (কৃষি) কে এম সারোয়ার্দী, জিএম (প্রশাসন ) আঃ হামিদ, নর্থ বেঙ্গল সুগার মিলের ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সদস্য আমিরুল ইসলাম, সদস্য ইসলাম হোসেন। উক্ত দেয়া মাহফিলে মিল ও গ্যারেজ এর শুভ কামনা ও বিপদ মুক্ত থাকার জন্য দোয়া করা হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top