logo
news image

জেগেই রবো

-ইসাহাক আলী
তুমি ঘুমাও
আমি জেগেই থাকব নিদ্রাহীন।
তুমি কালোরন্যের গহীনে
মিলিয়ে দাও ক্লান্তির আবির,
স্বপ্নের ক্যানভাসে উড়াও শঙ্খচিল
প্রত্যাশার আকাশে সে মেলুক স্বপ্নডালা
তবুও আমি জেগে রবো।
তুমি মান ভুলে নোঙর কর
প্রাপ্ততার ঘাটে অভিমানী তরীর,
আবেগের সওদা কিনে
পূর্ণ কর ভালবাসার সাম্পান
সে তরীতে উড়–ক প্রেমাকাংখার পাল,
বিরহী জলের স্রোত মাড়িয়ে
এগিয়ে যাক বিলাসী স্বপ্নের মাঝি মাল্লারা-
তবু আমি জেগে রবো।
কুয়াশার স্পর্শে সিক্ততায় ভরুক
তোমার তন্দ্রাকাশ,
যে আকাশে সে চাওয়ার সূর্যকে ঘিরে
সদা জাগ্রত রবে আমার নয়নতারা।
তুমি ঘুমন্ত পানকৌড়ি হও- শান্ত জলরাশি হও,
স্তম্ভিত হোক তোমার বিলাসী ঢেউরাশি,
আমি জাগ্রত ডাহুক হব
না হয় নিশাচর হুতোম পেঁচা
অথবা চাতক পাখির মতোই চেয়ে রবো
তুমি ঘুমাও প্রশান্তিতে।
আমি জেগেই রবো
সেই সোনালী সূর্যের প্রত্যাশায়,
যার উত্তাপে কেটে যাবে বিরহী কুয়াশা
সে সূর্যে আলোকিত হবো তোমার ভালবাসায়।

সাম্প্রতিক মন্তব্য

Top