logo
news image

অপূরণীয়

(স্বপন দাকে)
-ইসাহাক আলী
আমি কি হারালাম
তা পরিমাপ করে বলার হিসাব কষার
গাণিতিক কোন সূত্র সমাধান জানিনা আমি,
যা হারালাম মূল্যের হিসাবে
তাও নির্ণয়ের সমীকরণে মূল্যায়ন অযোগ্য।
কিছু একটা হারিয়েছি
যার শূণ্যতাই অনুভব করা যায়,
তবে পূর্ণতার কোন মাধ্যম নেই-সৃষ্টি হয়নি
ছিলোনা হবেও না কোনদিন।
কষ্টের সীমাহীন সাগরে
শ্বান্তনার যে ঠিকানা গড়ে দিয়েছিলে তুমি,
তা এতো সহজেই গুটিয়ে নেবে
তা যদি আমার বোধের বাইরে হয়
তবে তুমি কেন বুঝেও আমাকে স্বপ্নে ভাসালে ?
আমি তো স্বপ্ন হারিয়ে বাস্তবতার কষাঘাতেই
জ্বলতে চেয়েছি জ্বলেছিও তাই
তবে অসম সাধনায় কেন জড়ালে।
অতিবাহিত কষ্টের বেসাতিতেই তো ছিলাম
সুখের বিভোরতায় আমার যে মিশতে মানা
সেখানে শনির আঁচর আজীবন-
তাই অভিজ্ঞতার ভুলের মাশুল
আমাকেই দিতে হবে একাকী আগামী
তাতো ভাবিনি কোনদিন কল্পনায়ও ।
কি হারিয়েছি কি হারালাম-
হিসেবের খাতায় তা ফলাফল নির্ণয়হীন
শুধু যা হারালাম, তা পূরণ হবার নয়
শুধুই অপূরনীয়।
১৩-১১-১৬

সাম্প্রতিক মন্তব্য

Top