logo
news image

লালপুরে হাজি সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)।  ।  
নাটোরের লালপুরে এমআরবি ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর ১৬তম হাজি সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
শনিবার ( ১০ নভেম্বর) আয়োজনে দারুল আমানে বীর মুক্তিযোদ্ধা হাজি মোঃ আকিয়াব হোসেনের সভাপতিত্বে ও এমআরবি ট্যুরস এন্ড ট্রাভেলস্ এর ব্যবস্থাপনা পরিচালক এএসএম মোকাররেবুর রহমান নাসিমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৌঃ আবুল কালাম আজাদ, বাংলাদেশের বিপ্লবী ওর্য়ার্কাস পার্টির পলিট ব্যুরো সদস্য আনছার আলী দুলাল, বালিতিতা-ইসলামপুর আশরাফুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শাহবাজ আলী, লালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আঃ মান্নান, মারভেলাস ট্রাভেলস্ লিঃ ব্যবস্থাপনা পরিচালক সাইদুল আলম, প্রবীণ শিক্ষক আঃ হালিম প্রমুখ।
সম্মেলনে আনেজ উদ্দিন, আব্দুর রহিম, বজলুর রহমান, খ মহিউদ্দিন, আঃ জব্বার, আঃ ছামাদ, আব্দুল হালিম, সোলেমান আলী, শামসুল হক, অধ্যাপক মতিউর রহমান মাগফুর, সাইদুল আলম প্রমুখ হাজী বক্তব্য দেন।
বক্তারা সামর্থবানদের হজ পালনে এগিয়ে আসতে বলেন। লালপুর, বাঘা, ঈশ্বরদি, কুস্টিয়া সহ বিভিন্ন স্থান হতে প্রায় পাঁচশত হাজি সাহেবান ও অতিথি বৃন্দ এ সম্মেলনে অংশ গ্রহন করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top