logo
news image

বাগাতিপাড়ায় গোপন বৈঠকের অভিযোগে ৪ জামায়াত কর্মী আটক ॥ ২৮ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের বাগাতিপাড়ায় গোপন বৈঠকের অভিযোগে চার জামায়াত কর্মীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার ভোর রাতে তাদেরকে আটক করা হয়।
কর্তব্যরত পুলিশের এস আই গোলাম রব্বানী জানান, উপজেলার ডুমরাই হাটপাড়ায় জামায়াত কর্মী মুনছুর রহমানের বাড়িতে এক গোপন বৈঠকের খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ এক অভিযান চালায়। সেসময় বাড়ির মালিক মৃত মহিউদ্দিনের ছেলে মুনছুর রহমানসহ পেড়াবাড়িয়া মহল্লার মৃত ওয়াহেদ আলীর ছেলে বজলুর রহমান (৫০), শেখ পাড়ার মৃত মনির উদ্দিনের ছেলে ইয়াকুব আলী (৩৩), মৃত মফিজ উদ্দিনের ছেলে আশরাফ আলী (৫৮)কে আটক করে পুলিশ। এ ঘটনায় থানায় ১৬ জনের নামসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে এব্যাপারে উপজেলা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান বলেন, আটককৃতরা জামায়াত সমর্থিত। এদের সবাইকে পুলিশ রাতে নিজ নিজ বাড়ি থেকে আটক করে গোপন বৈঠকের মামলার অভিযোগ এনে মামলা দিয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, আটককৃতদের জেল হাজতে প্রেরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাম্প্রতিক মন্তব্য

Top