logo
news image

তফসিল ঘোষণায় লালপুরে আওয়ামী লীগের মিছিল

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)।  ।  
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় আনন্দ মিছিল করেছে নাটোরের লালপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর নেতৃত্বে বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক তফসিল ঘোষণা হওয়ার পরই তাৎক্ষণিক এ আনন্দ মিছিল করা হয়।
মিছিলে নির্বাচন কমিশনকে স্বাগত জানানোর পাশাপাশি শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ এ্যাড. আবুল কালাম আজাদের পক্ষ থেকে নৌকা মার্কায় ভোট কামনা করা হয়।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদিক্ষণ শেষে কার্যালয়ের সামনে এক পথসভায় মিলিত হয়।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের পাশাপাশি গোপালপুর পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সাম্প্রতিক মন্তব্য

Top