logo
news image

লালপুরে পুলিশের বিশেষ মহড়া ও মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, নাটোর।  ।  
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় লালপু থানা পুলিশের বিশেষ মহড়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলাগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহড়াগুলো।
মহড়ায় অংশ নেন, লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল, ওসি তদন্ত মোঃ মনোয়ারুজ্জামান, এসআই আনোয়ার হোসেন, খাইরুজ্জামানসহ অফিসারগণ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৩ ডিসেম্বর। বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর, বাছাইয়ের তারিখ ২২ নভেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর।

সাম্প্রতিক মন্তব্য

Top