logo
news image

নাটোরে পুলিশের বিশেষ মহড়া

নিজস্ব প্রতিবেদক, নাটোর।  ।  
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাটোরের ৭টি উপজেলায় সংশ্লিষ্ট থানা পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিকেল ৪টায় জেলা ও উপজেলাগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহড়াগুলো।
মহড়ায় অংশ নেন, নাটোর সদর, সিংড়া ও বড়াইগ্রাম সার্কেলের এসপি ও ৭ থানার অফিসার ইনচার্জগণ।
নাটোরের বিদায়ী পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সারা নাটোরে বিশেষ সতর্ক রয়েছে পুলিশ।
এর আগে বুধবার জেলা পুলিশের উধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন পুলিশ সুপার।
উল্লেখ্য সন্ধ্যা ৭টায় জাতির উদ্দ্যেশ্যে দেয়া ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংষদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

সাম্প্রতিক মন্তব্য