logo
news image

চালক ছাড়াই ট্রেন চলল ৯০ কিমি

অনলাইন ডেস্ক।  ।  
অস্ট্রেলিয়ায় মালবাহী একটি ট্রেন চালক ছাড়াই ৯০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। এরপরই ট্রেনটি রেললাইন থেকে ছিটকে পড়েছে। সোমবার (৫ নভেম্বর) এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রেনের কিছু ওয়াগন উল্টে গেছে। রেললাইন থেকে ছিটকে পড়ার সময় ট্রেনের গতি ছিল ঘণ্টায় ১১০ কিলোমিটার।
এএফপির বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার ২৬৮ ওয়াগনের চালক ট্রেনের যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ক্যাব থেকে নামেন। এ সময় চালক যান্ত্রিক পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকায় হঠাৎ ট্রেনটি ধীর গতিতে ছুটতে শুরু করে। এতে মালবাহী ট্রেনটি চালক ছাড়াই ৯০ কিলোমিটার অতিক্রম করে।
পরে দেশটির অন্যতম খনি কোম্পানি বিএইচপি পশ্চিম অস্ট্রেলিয়ার পিলবারার বন্দরনগরী হেডল্যান্ডে পৌঁছার আগে ট্রেনটিকে লাইনচ্যুত করার সিদ্ধান্ত নেয়। বন্দরের কাছে ট্রেন থামানোর জন্য গতি প্রতিরোধক বসায় বিএইচপি। পরে হেডল্যান্ডে ট্রেনটি লাইনচ্যুত হয়ে আছড়ে পড়ে।

সাম্প্রতিক মন্তব্য

Top