logo
news image

যুক্তরাজ্যে বাংলাদেশি বিজ্ঞানীর অনন্য কৃতিত্ব

প্রাপ্তি প্রসঙ্গ ডেস্ক।  ।  
যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী ড. প্রদীপ সরকারসহ ৬ জনের একটি গবেষণা দল এক ধরনের একটিভ পলিমার হাইড্রোজেল তৈরি করেছেন- যার মাধ্যমে অল্প খরচে সঠিকভাবে ব্যাকটেরিয়া ইনফেকশন পরীক্ষা করা সম্ভব। ফলে চিকিৎসকরা দ্রুততার সঙ্গে সঠিক অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে পারবেন। তাদের এ আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানের নতুন দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। প্রফেসর স্টিভ রিমারের তত্ত্বাবধানে প্রায় ৩ বছরের বেশি সময় নিরলস প্রচেষ্টায় এ আবিষ্কার সম্ভব হয়। গবেষণার স্বীকৃতি হিসেবে যুক্তরাজ্যের রয়্যাল সোসাইটি ১০ হাজার পাউন্ড অনুদান দিয়েছে।
প্রাথমিকভাবে এ প্রযুক্তি প্রাণিজগতের ওপর পরীক্ষা করা হবে। পরে এটি ক্লিনিক্যাল টেস্টের জন্য পাঠানো হবে। বাংলাদেশি বিজ্ঞানী ড. প্রদীপ সরকার এ গবেষক দলের নেতৃত্ব দিয়েছেন। বিশ্বখ্যাত ৫টির বেশি জার্নালে তাদের গবেষণার ফলাফল প্রকাশ হয়েছে।
বাংলাদেশের ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার বারইহুদা গ্রামের সন্তান ড. প্রদীপ সরকার। রাজশাহী বিশ্ববিদ্যালয় ফলিত রসায়নে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর পরমাণু শক্তি কমিশনে বিজ্ঞানী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। পরে যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করার পর একই বিশ্ববিদ্যালয়ে প্রায় ৭ বছর সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কাজ করেন তিনি। বর্তমানে তিনি যুক্তরাজ্যে একটি বায়োটেক কোম্পানির সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান গবেষক হিসেবে কাজ করছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশের এ কৃতী সন্তান জানান, সুযোগ পেলে তিনি বাংলাদেশের জন্য কাজ করতে চান। দেশের জন্য কাজে লাগাতে চান তার গবেষণালব্ধ অর্জন।

সাম্প্রতিক মন্তব্য

Top