logo
news image

বাউয়েটে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফ্টওয়ার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বাউয়েট।  ।  
রোববার (৪ নভেম্বর) বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের স্কাইলাইট হলে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এএইচএম শহীদউল্লাহ, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফ্টওয়ার’ উদ্বোধন করেন।
তিনি বলেন, ‘এই সফ্টওয়ারটি ব্যবহারের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী-অভিভাবক সকলেই উপকৃত হবেন।’ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রারসহ অন্যান্য বিভাগের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. আলমাস আলমের তত্ত্বাবধানে ‘স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফ্টওয়ারটি তৈরী এবং উপস্থাপন করা হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top