logo
news image

এতো ভালো খেলার পরও কেন সুযোগ পান না মুমিনুল?

তামিম ইকবাল সাজঘরে ফেরার পর ক্রিজে এসেছিলেন টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান মুমিনুল হক। আর মাঠে এসেই দেখে-শুনে ব্যাট চালিয়ে করে ফেলেছেন ফিফটি। ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি তুলে নিয়েছেন।

মুমিনুলের ব্যাটিং দেখে ক্রিকইনফোর ধারাভাষ্যকার বললেন, ‘অনেক দিন ধরেই ওপেনিংয়ে তামিমের যোগ্য সঙ্গীর অভাবে ভুগছে বাংলাদেশ, কেন মুমিনুলকে সুযোগ দেয়া হচ্ছিল না? তার ব্যাটিং অনেক বৈচিত্রময়, নানা ধরণের শট খেলছেন। খুব দ্রুত রান তুলেন তিনি।

এ সময়ে তিনি ১৩৮বল থেকে ১২৬ রানে ব্যাট করছেন

কোন মেজাজে টেস্ট খেলতে হয়, সেটাও ভালোভাবে জানেন তিনি। তার ব্যাটিং গড়ও ভালো। চন্দিকা হাতুরুসিংহ দায়িত্বে থাকাকালীন মুমিনুলকে সুযোগ দেননি, কিন্তু এখন কেন দেয়া হচ্ছে না? সৌম্য, ইমরুল, সাব্বিরের ব্যাটিং ক্যারিয়ারে অনেক খারাপ স্কোর আছে।

সাম্প্রতিক মন্তব্য

Top