logo
news image

আগামী সংসদ নির্বাচনে ইনুকে প্রতিহত করার হুশিয়ারী

নিজস্ব প্রতিবেদক, ভেড়ামারা (কুষ্টিয়া)।  ।  
কুষ্টিয়ার ভেড়ামারা শহরের বাস ষ্ট্যান্ডে শনিবার (৩ নভেম্বর) বিকালে পৌর আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বলেন, আওয়ামী লীগ নেতৃবৃন্দরা আগামী সংসদ নির্বাচনে ইনুকে প্রতিহত করার হুশিয়ারী দেন।"হাসানুল হক ইনুকে কোন অবস্থাতেই "নৌকা মার্কা" প্রার্থী পদে মেনে নেওয়া হবে না। প্রয়োজনে দলের কাউকে স্বতন্ত্র প্রার্থী পদে দাঁড় করিয়ে ইনু'র পরাজয় নিশ্চিত করা হবে।" কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) নির্বাচনী আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মনোনয়ন দিতে আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র প্রতি আহবান জানিয়ে বলেছেন, এমপি পদের জন্য তাদের দাবির পরিপন্থী কোন সিদ্ধান্ত এই আসনের কোন নেতা-কর্মী মানবে না। প্রয়োজনে স্বতন্ত্র কাউকে নির্বাচনে দাঁড় করিয়ে তাঁর পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে তাঁকে বিজয়ী করতে সর্বশক্তি প্রয়োগ করা হবে। কিন্তু কোন অবস্থাতেই বর্তমান এমপি, জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে নৌকা মার্কার প্রার্থী পদে মেনে নেওয়া হবে না। জনসভায় সভাপতিত্ব করেন, ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল। অনুষ্ঠান পরিচালনা করেন, ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু।
বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শামিমুল ইসলাম ছানা, মিরপুর উপজেলা আওয়ামীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাবেক অন্যতম নেতা আলহাজ্ব সাইফুল ইসলাম রানা, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের কোষাদক্ষ্য শরিফুজ্জামান নবাব, প্রচার সম্পাদক মমতাজ হোসেন পলি,  মিরপুর উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী জোয়াদ্দার, বাহিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু দাউদ,ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহাবুল আলম লালু চেয়ারম্যান, আঃ সামাদ চেয়ারম্যান, শাহেদ আহমেদ শওকত চেয়ারম্যান, আঃ হান্নান চেযারম্যান, উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম, সাধারন সম্পাদক মানিক মিয়া, সোলাইমান কাউন্সিলরর, হারুর আর রশিদ হারুনসহ ভেড়ামারা ও মিরপুর উপজেলার আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবন্দরা।

সাম্প্রতিক মন্তব্য

Top