logo
news image

সব দল জাতীয় নির্বাচনে অংশগ্রহন করবে- তথ্যমন্ত্রী ইনু

নিজস্ব প্রতিবেদক, ভেড়ামারা (কুষ্টিয়া)।  ।  
সংলাপ ব্যর্থ হলে, দেশ সংঘাতের দিকে যাবে কি না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল ইনু এমপি বলেছেন, সংলাপের মধ্যদিয়েই শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করছে সরকার। তিনি বলেন, সংলাপ সবে শুরু হয়েছে। আমার বিশ্বাস, সংলাপের মধ্যদিয়েই নিবন্ধিত সব দল জাতীয় নির্বাচনে অংশগ্রহন করবে। তথ্যমন্ত্রী ঐক্যফ্রন্ট নেতাদের উদ্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপকে সাধুবাদ জানিয়ে তড়িত সিদ্ধান্ত নিয়ে প্রায় ৪ ঘন্টা আলোচনা করেছেন। আপনারা সংলাপকে চাল হিসেবে গ্রহণ করবেন না। যদি এটাকে চাল হিসেবে গ্রহণ করেন তা হবে দুঃখজনক। এ সময় ঐক্যফ্রন্ট নেতাদের উদ্দেশ্য ৫টি প্রশ্ন রাখেন তথ্যমন্ত্রী। প্রশ্নগুলো হলো, রাজবন্দী কারা এবং এদের তালিকা দিন, রাজনৈতিক মামলার সংজ্ঞা কি , নির্দলীয় ও নিরপেক্ষ ব্যক্তি খোঁজার উপায় কি, নিরপেক্ষ ব্যক্তি কে দেশের প্রধানমন্ত্রী বানানো হবে, সংবিধানের কোথায় এটা লেখা রয়েছে। বন্দুকের নলের কাছে বিচারিক ক্ষমতা দেওয়া ঠিক হবে কি না? তিনি বলেন, এ প্রশ্নগুলোর সমাধান হলে অনেক বিভ্রান্তি দূর হবে।
তথ্যমন্ত্রী শনিবার (৩ নভেম্বর) সকাল ১১ টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার নুরই আরম সিদ্দিকী, নারী জোটের আহবায়ক আফরোজা হক রিনা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারন সম্পাদক এস,এম আনছার আলী বশির উদ্দিন বাচ্চু, আবু হেনা মোহাম্মদ মোস্তফা বকুল প্রমুখ। এর পর তিনি ভেড়ামারা উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

সাম্প্রতিক মন্তব্য

Top