logo
news image

শাবিতে ছাত্রলীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত

শাবি প্রতিনিধি 
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত হয়েছে।  এ উপলক্ষে শনিবার দুপুরে ক্যাম্পাসে শোক র‍্যালি ও সমাবেশের আয়োজন করে ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ। 
    
শোক র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের সামনে থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এসময় শাখা ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের সঞ্চলনায় ভারপ্রাপ্ত সভাপতি মো. রুহুল আমিন বলেন, ‘১৯৭৫ সালের ৩ নভেম্বর বঙ্গবন্ধুর অত্যন্ত কাছের এবং বিশ্বস্ত জাতীয় চার নেতাকে জেলের ভেতর নির্মমভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর আদর্শকে নিশ্চিহ্ন করে দিতেই তাদেরকে হত্যা করে একটি কুচক্রীমহল। কিন্তু এই আদর্শকে নিশ্চিহ্ন করে দেয়া কখনো সম্ভব নয়।’

সাম্প্রতিক মন্তব্য

Top