logo
news image

দোহাই মরে যেওনা

রশিদ হারুন।  ।  
একদিন তুমি বলেছিলে-
“কবি, তোমাকে না পেলে আমি মরেই যাবো”
আমি খুব বড় কবি ভেবেছিলাম নিজেকে তখন।

আর একদিন তোমাকে বলেছিলাম,
“ আমি আর কখনোই কবিতা লিখতে পারবো না,
যদি তুমি মরে যাও।”

তার কিছুদিন পর থেকে ,
আমি প্রতিদিনই তোমার বাড়ীর উল্টোদিকে দাড়িয়ে থাকি,
শুধু দেখতে, তুমি বেঁচে আছো কিনা!
কবি ছাড়া দিব্যি বেঁচে আছো অ-কবি মানুষটাকে নিয়ে,
সুখেই আছো মনে হয়।

দোহাই মরে যেওনা,
তাহলে আমি আর কবিতা লিখতে পারবো না,
কবিতা’র কছম দিয়ে বলছি,
“ কবি’দের আর কেউ যেনো ভালোবেসে  মরার কথা না বলে।”

* রশিদ হারুন, ৩১/১০/১৮

সাম্প্রতিক মন্তব্য

Top