logo
news image

লালপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)।  ।  
নাটোরের লালপুরে ২০১৮-১৯ অর্থ বছরে  রবি এবং খরিফ -১/২০১৯ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, ভূট্টা, তিল, মুগ, বিটি বেগুনের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে ২৫০ জন কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া)  আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ এমপি।
এ সময়  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারন সম্পাদক ইসাহাক আলী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু, সদস্য আব্দুস সাত্তার হিরু, ফিরোজ আল হক ভূইয়া, উপজেলা কৃষি অফিসার হাবিবুল ইসলাম খান প্রমুখ।

সাম্প্রতিক মন্তব্য

Top