logo
news image

শাবি শিক্ষকদের জন্য দুইটি এসি বাস উদ্বোধন

শাবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  শিক্ষকদের জন্য দুইটি নতুন শীতাতাপ নিয়ন্ত্রিত (এসি) বাস উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সামনে বাসগুলো উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, টেকসই উন্নয়নের লক্ষমাত্রা অর্জন ও যথাযথ কর্মপরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন জোরদার কর্মপরিকল্পণা গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্র আধুনিকায়নের মাধ্যমে পরিবর্তন নিয়ে আসা হবে। সামনে শিক্ষকদের জন্য আরো ২টি শীতাতাপ নিয়ন্ত্রিত বাস এবং শিক্ষার্থীদের জন্য ৫টি সাধারণ বাস সংযোজন করা হবে। সেই সাথে বিআরটিসি বাস কমিয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস বৃদ্ধি করা হবে। 

এসময় আরো উপিস্থত ছিলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. জহির বিন আলম, শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক জহির উদ্দিন আহমেদসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সাম্প্রতিক মন্তব্য

Top