logo
news image

লালপুরে প্রশিক্ষণ কোর্সে সমাপনী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)।  ।  
বুধবার (৩১ অক্টোবর ) সকাল ১০ ঘটিকায় লালপুরে নাটোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীন তিন মাস মেয়াদি গবাদিপশু, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্সে সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়।   
অনুষ্ঠানে ডেপুটি কো-অর্ডিনেটর (যুব প্রশিক্ষণ কেন্দ্র) মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি। বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক (যুব উন্নয়ন অধিদপ্তর) মোঃ নওশাদ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ উমিরুল ইসলাম, সিনিয়র প্রশিক্ষক মোঃ রাজু আহম্মেদ, এস.এম কামরুজ্জামান, কৃষি সিনিয়র প্রশিক্ষক মোঃ মেহেদুল ইসলাম, কৃষি প্রশিক্ষক মোঃ মনিরুল ইসলাম।  অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ ছাত্রদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top