logo
news image

বড়াইগ্রামে কর্মজীবি মায়েদের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রামে কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচির আওতাভুক্ত ভাতাভোগিদের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার বনপাড়া পৌর মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের এর আয়োজন করে।
বনপাড়া পৌরসভার ৪০০ ভাতাভোগী কর্মজীবী ল্যাকটেটিং মাদের নিয়ে আয়োজিত হেলথ ক্যাম্পের সভাপতিত্ব করেন ইউএনও আনোয়ার পারভেজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা পারভীন। প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনিসুর রহমান , বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, পৌর সচিব রেজাউল করিম প্রমূখ। অংশগ্রহণকারী প্রতিজন মা ও তার সন্তানকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যসম্মত সাবান ও জুস প্রদান করা হয়। এরআগে গত সোমবার বড়াইগ্রাম পৌরসভায় ৩৫০জন ভাতাভোগীকে নিয়ে অনুরুপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্পাদনায়-মআকস

সাম্প্রতিক মন্তব্য

Top