logo
news image

নৌকায় ভোট দিতে হবে-সজীব ওয়াজেদ জয়

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)।  ।  
প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। একটি মানুষও পিছিয়ে থাকবে না। বিশ্বে মাথা উঁচু করে ঘুরে বেড়াবে। এটি আমাদের স্বপ্ন। দেশ ও দেশের মানুষের প্রতি এটা আমাদের ওয়াদা। এজন্য নৌকায় ভোট দিতে হবে। এ কথা অন্য সময়ের চেয়ে এখন বেশি গুরুত্বপূর্ণ। কারণ সামনে নির্বাচন।’
রোববার (২৮ অক্টোবর) বিকালে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) তৃতীয় বারের মতো এই অনুষ্ঠানের আয়োজন করে।
সজীব ওয়াজেদ জয় বলেন, ‘২০২১ সালের আগেই ভিশন-২০২১ বাস্তবায়ন করে আমরা বিশ্বকে দেখিয়ে দিয়েছি। বাংলাদেশ এখন ডিজিটাল এক্সপার্ট, উন্নয়নের উদাহরণ। ১০ বছর আগে যখন ডিজিটাল বাংলাদেশ যাত্রায় পা দেই তখন অনেকে ঠাট্টা করতো। আমরা বিশ্ব ব্যাংকের কনসালট্যান্ট এনে ডিজিটাল হইনি। আমরা নিজেদের মেধা ও উদ্যোগে ডিজিটাল হয়েছি। এখন ফিলিপাইন, পেরু, মালদ্বীপ, ভুটান ও সোমালিয়াকে ডিজিটাল হতে সহযোগিতা করছি।’
অ্যাওয়ার্ড জয়ীদের সম্পর্কে তিনি বলেন, ‘তরুণদের নিজেদের উদ্যোগে দেশের মানুষ, নারী, শিশু, প্রতিবন্ধীদের জন্য কিছু করার যে আত্মবিশ্বাস তা দশ বছর আগে বাংলাদেশে ছিল না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তরুণদের সহযোগিতা করে যাবে।’
জয় বলেন, ‘বিএনপি আমলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশ পরিচিতি পায়। পরিণত হয় জঙ্গি দেশে। এক পর্যায়ে সামরিক শাসনও চলে আসে। ২০০৮ সালে দেশের মানুষ নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনে। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। বিশ্ব থেকে একের পর এক সম্মাননা পাচ্ছি, পুরস্কার পাচ্ছি উন্নয়নের জন্য। শুধুমাত্র স্বাধীনতার দল ক্ষমতায় আসার জন্য এট সম্ভব হয়েছে। নামের আগে জাতীয়তাবাদী লাগালেই জাতীয়তাবাদ হয় না। কাজ করে দেখাতে হয়। আওয়ামী লীগ কাজ দিয়ে দেখিয়ে দিয়েছে।’
সজীব ওয়াজেদ জয় আরও বলেন, ‘মধ্যম আয়ের দেশ দিয়ে স্বপ্নের আরম্ভ। আমরা একটি সম্পূর্ণ ডিজিটাল উন্নত দেশের স্বপ্ন দেখি যেখানে প্রতিটি মানুষ ধনী। আগামী নির্বাচনে ভোটারদের কাছে দুটি বিষয় থাকবে। তারা দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে দেখতে চায়, নাকি অতীতে ফিরিয়ে নিতে চায়? আমার বিশ্বাস, আপনাদের পছন্দ স্পষ্ট। আমরা জানি, অবশ্যই মানুষ উন্নয়ন চায়। যতদিন মানুষ নৌকায় ভোট দেবেন, ততদিন বাংলাদেশ এগিয়ে যেতে থাকবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইলে নৌকায় ভোট প্রয়োজন ।’
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম; বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু,তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বঙ্গবন্ধুর দৌহিত্র এবং সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক ববি প্রমুখ উপস্থিত ছিলেন।

জয় বাংলা পুরস্কার পেল ৩০ সংগঠন
যুব কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি কর্মকান্ড এবং নারীর প্রতি সহিংসতা অবসানে গুরুত্বপূর্ণ অবদানের জন্য জয় বংলা যুব পুরস্কার-২০১৮ পেল ৩০টি সংগঠন।
দক্ষতা উন্নয়ন সর্বজনীন শিক্ষা প্রতিবন্ধীদের জন্য চাকরি ব্যবস্থাপনা, সাংস্কৃতিক বিপ্লব, উদ্ভাবন, ক্রীড়া ও ফিটনেস, জনসচেতনতা সৃষ্টি ও লিঙ্গ বৈষম্য হ্রাসসহ ১০টি ক্যাটাগরিতে মনোনীত ৫০টি সংগঠনের সংক্ষিপ্ত তালিকা থেকে এই ৩০টি সংগঠনকে বাছাই করা হয়।
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই) চেয়ারপার্সন সজীব ওয়াজেদ জয় রোববার (২৮ অক্টোবর) বিকেলে এখানে শেখ হাসিনা জাতীয় যুব কমপ্লেক্সে দুই দিনব্যাপী এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিজয়ী সংগঠনগুলো হলো : অল ফর ওয়ান ফাউন্ডেশন, ঢাকা; নারী শক্তি জাগরণী ফাউন্ডেশন, পঞ্চগড়; লালমনিরহাট তায়েকওন-দো এসোসিয়েশন, লালমনিরহাট; ভোরের আলো, চট্টগ্রাম; একতা উন্নয়ন সংগঠন, ঝিনাইদহ; পরিবেশ ও হাওর উন্নয়ন সংগঠন, সুনামগঞ্জ; শিক্ষার আলো পাঠশালা, ঢাকা; প্রথম সূর্য এগ্রোফার্ম, যশোর; জীবন, রাঙ্গামাটি; সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশন, সিলেট; তরুছায়া, ফরিদপুর; সমাজ কল্যাণ ইনস্টিটিউট, ময়মনসিংহ; জীবনের আলো, ঢাকা; পতাকা বালিকা, ঢাকা; বিডি এ্যাসিস্ট্যান্ট, রংপুর; গুরুকূল, কুষ্টিয়া; স্বপ্নতরী ফাউন্ডেশন, ব্রাহ্মণবাড়িয়া; ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস, বরিশাল; ঘুড়ি ফাউন্ডেশন, বরিশাল; সালান্দার উচ্চ বিদ্যালয় মহিলা বাস্কেটবল দল, ঠাকুরগাঁও; শিশু নাথ, সিলেট; সফল চিংড়ি সেবা কেন্দ্র, সাতক্ষীরা; অনুশীলন মজার স্কুল, খুলনা; প্রাণ ও প্রকৃতি, নওগাঁ; তারুণ্য ৭১, কুষ্টিয়া; যুবশক্তি ছাত্র সংগঠন, গাইবান্ধা; ইউনিভার্সিটি টি স্টুডেন্ট এসোসিয়েশন, মৌলভীবাজার; প্রতিবন্ধী কল্যাণ সমিতি, ময়মনসিংহ; স্বপ্নযাত্রী ফাউন্ডেশন, চট্টগ্রাম ও প্রযুক্তি ও প্রজন্ম, ঢাকা।
এর আগে সকালে নারী অধিকার ও নিরাপত্তা বিষয়ে ‘#বিব্রেভ’ শিরোনামে দুই ঘণ্টাব্যাপী একটি অধিবেশন অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেন্ডার স্টাডিজের সহযোগী অধ্যাপক শেখ ইমতিয়াজ অধিবেশনটি সঞ্চালনা করেন।
তৃতীয় জয় বাংলা যুব পুরস্কার বিতরণে এ অনুষ্ঠান ১০ ক্যাটাগরিতে মনোনীত ৫০টি যুব সংগঠনের অংশ গ্রহণে শনিবার শুরু হয়।
অলাভজনক সংগঠন সিআরআই-এর যুব প্ল্যাটফর্ম ইয়ুথ বাংলা নগরীর নগরীর অদূরে সাভারস্থ শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে অনুষ্ঠানের উদ্বোধনী দিনে বিজয়ী সংগঠনগুলোর মাঝে সনদ বিতরণ করে।
দিনের উদ্বোধনী অধিবেশনে ‘ক্যারিয়ার টক’ শিরোনামে এক আলোচনা অনুষ্ঠিত হয়। বিগত দুই বছরের ৬০ বিজয়ীসহ দুইশ’ ব্যক্তি এতে উপস্থিত ছিলেন।
পরে যুব বাংলা ‘লেট’স টক শিরোনামে শীর্ষক একটি ইভেন্টের আয়োজন করে। এতে ‘তারুণ্যের জয় বাংলা’ বিষয়ের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top