logo
news image

বিদ্যুৎ ও সারের জন্য আর কাউকে জীবন দিতে হবে না: অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি

নিজম্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
সাবেক প্রতি মন্ত্রী ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস বলেন, বিদ্যুৎ ও সারের জন্য আর কাউকে জীবন দিতে হবে না। বরং বিদ্যুৎ ও সারের ব্যবহারে মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হচ্ছে। মানুষের কর্ম তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিএনপি’র আমলে বিদ্যুৎ ও সারের জন্য মানুষের দুর্ভোগ পোহাতে হয়েছে, আত্ম বিসর্জন দিতে হয়েছে। আওয়ামীলীগের আমলে আত্ম বিসর্জন নয়, সঠিক সময়ে বিদ্যুৎ ও সার পেয়ে মানুষের মুখে হাসি ফুটেছে, তাদের প্রাণে সজীবতা ফিরে এসেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভিশন-২১ বাস্তবায়নের লক্ষ্যে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ শুধু উন্নয়নের মহাসড়কেই পৌছে নাই, মহাকাশও জয় করেছে। 
 নাটোরের বড়াইগ্রাম বালিকা উচ্চবিদ্যালয় মাঠে গত রোববার সন্ধ্যায় নতুন বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
উপজেলার বড়াইগ্রাম ৩৭০টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ প্রায় ৪ কোটি ৮৩ লক্ষ ৫২ হাজার ১৫৪ টাকা ব্যয়ে প্রায় ১৩ দশমিক ২৫৯ কিলোমিটার লাইন নির্মাণের মাধ্যমে ওই সংযোগ প্রদান করে। প্রধান অতিথি হিসাবে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি সুইস টিপে সংযোগের শুভ উদ্বোধন করেন।
বড়াইগ্রাম পৌর কাউন্সিলর আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পল্লী বিদ্যুৎ সমিতির-২ এর গুরুদাসপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মহিতুল ইসলাম , লক্ষিকোল অভিযোগ কেন্দ্রের ইনচার্জ হাসানুজ্জামান, বড়াইগ্রাম উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল জলিল প্রামানিক, সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল বারী, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ, বড়াইগ্রাম পৌর আ’লীগ সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, ইউপি চেয়ারম্যান মমিন আলী, বড়াইগ্রাম ইউপি আ’লীগ সাধারন সম্পাদক মাসুদ রানা মান্নান, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাবুল ইসলাম, সহ-সভাপতি আল হেলাল কাফি, প্রমূখ।
সম্পাদনায়-মআকস

সাম্প্রতিক মন্তব্য

Top