logo
news image

ঢাবিতে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড’ জাতীয় পর্বের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাবি।  ।  
আগামী ডিসেম্বরে ফিলিপাইনের ম্যানিলাতে অনুষ্ঠেয় ২০তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল নির্বাচনের জন্য দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ রোবট অলিম্পিয়াড-২০১৮’।
এ উপলক্ষে শুক্রবার (২৬ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ‘বাংলাদেশ রোবট অলিম্পিয়াড-২০১৮’-এর জাতীয় পর্বের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ড. লাফিফা জামাল, ডেটাসফট্-এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান, বাংলাদেশ আইএসপি এসোসিয়েশনের সভাপতি আমিনুল হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক মন্তব্য

Top