logo
news image

মিরপুরে ঐতিহ্যবাহী গাদন খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, মিরপুর (কুষ্টিয়া)।  ।  
কুষ্টিয়ার মিরপুরে দুই দিনব্যপি জনপ্রিয় খেলা “গাদন” খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দিনব্যাপি উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর গ্রামে এ খেলা অনুষ্ঠিত হয়। সদরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রয়াত হাজ্বী আব্দুল্লাহ মোঃ আলাউদ্দিনের স্মৃতিতে অনুষ্ঠিত হয় এ গাদন খেলায় বিভিন্ন এলাকার ১২টি দল অংশ নেয়। এরা হলো- সাগরখালী এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড দল, সদরপুর বাজার কমিটি দল, তালবাড়ীয়া দল, শ্রীরামপুর দল, নির্মান শ্রমিক দল, কাতলামারী দল, খলিসাকুন্ডি দল, বিল আমলা দল, অগ্রদুত ক্লাব, আড়িয়া দল, বড়বাড়ীয়া দল, এবং ঝাউদিয়া গাদন খেলা দল।
বৃহস্পতিবার সকাল থেকেই খেলা উপভোগ করতে হাজারো মানুষ ভীড় করে। ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সারাদিন উপভোগ করে ঐতিহ্যবাহী এই খেলাটি। খেলায় আগত দর্শনার্থী ফাহুদ আল মামুন বলেন, এ ধরনের খেলা গ্রাম বাংলার প্রাণ। এ অঞ্চলের মানুষের প্রাচীন খেলা গাদন খেলা। ঐতিহ্যবাহী এ খেলাকে কেন্দ্র করে এই অঞ্চলে উৎসবের আমেজ সৃষ্টি হয়।
স্কুল ছাত্রী রতœা খাতুন জানান, সচরাচর এ ধরনের খেলা দেখা যায় না। তাই সকলেই অতি উৎসাহে খেলা উপভোগ করছি।
নুপুর খাতুন বলেন, এত জাকজমকভাবে এ ধরেনের প্রাচীন খেলা দেখতে পারবো ভাবতেই পারিনি। এ ধরনের খেলার মাধ্যমে মানুষের সাথে মানুষের বন্ধুত্ব দৃঢ় হয়। খেলার আয়োজক সামসুল আরেফিন অমূল্য বলেন, গ্রামবাংলার মানুষের খেলাধুলা কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। এ ধরনের খেলাধুলা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এ খেলার আয়োজন করা হয়েছে।
তিনি আরো বলেন, এসব খেলার সঙ্গে নাড়ির সম্পর্ক রয়েছে। এসব খেলাধুলা বাঙালী জাতির ঐতিহ্য। অথচ গ্রামীণ খেলাধুলা ধরে রাখার জন্য সরকারী অথবা বেসরকারী পর্যায়ে তেমন কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। তাই আমরা এলাকার কিছু মানুষ মিলে এ খেলার আয়োজন করেছি।
উক্ত গাদন খেলার পরিচালক এনামূল হক বলেন, সুন্দর ও মনোরম পরিবেশে এ খেলা অনুষ্টিত হয়েছে। বুধবার সকালে দুই দিনব্যাপি এ খেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামারুল আরেফিনের মাতা খোদেজা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাজেদুর আলম বাচ্চু, খেলার আয়োজক সামসুল আরেফিন অমুল্য, ইদবার আলী, সদরপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, জেলা কৃষকলীগের যুগ্ম-সাধারন সম্পাদক রমজান আলী সাহেব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলী হোসেন, মিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি কাঞ্চন কুমার, আমলা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক শফিকুল ইসলাম আজম, আমলা প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া মাসুম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সোহরাব হোসেন, শহিদুল ইসলাম, হামিদুল হক, ছানোয়ার হোসেন প্রমুখ। বৃহস্পতিবার বিকেলে এ প্রতিযোগিতার পুরষ্কার বিতরন করা হয়েছে। এতে প্রথম স্থান অধিকার করেন সাগরখালী এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড দল, দ্বিতীয় স্থান অধিকার করেন ঝাউদিয়া গাদন খেলা দল এবং তৃতীয় স্থান অধিকার করেন বিল আমলা গাদন খেলা দল।

সাম্প্রতিক মন্তব্য

Top