logo
news image

৮ বছরে প্রায় ১৪শ সাংবাদিককে আর্থিক সহায়তা-তথ্যমন্ত্রী

প্রাপ্তি প্রসঙ্গ ডেস্ক।  ।  
বিগত ৮ বছরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ফান্ড থেকে ১ হাজার ৩৯৬ জন অসুস্থ, অস্বচ্ছল, আহত ও প্রয়াত সাংবাদিককে সরকার ১০ কোটি ৭ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সংসদে সরকারি দলের সদস্য গোলাম দস্তগীর গাজীর তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা জানান।
তিনি বলেন, বর্তমান সরকার মিডিয়াবান্ধব। প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের জন্য সরকার বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সহায়তা প্রদান করে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ফান্ড থেকে সারাদেশের ১১৩জন অসুস্থ, অস্বচ্ছল, আহত ও প্রয়াত সাংবাদিককে ৮৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার কোন ধরনের মিডিয়া নিয়ন্ত্রণ করেনি বরং সরকার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ অনলাইন গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা প্রদান করছে।
তিনি বলেন, গণমাধ্যম কর্মীদের জন্য সরকার ইতোমধ্যে জাতীয় সম্প্রচার নীতিমালা, ২০১৪ এবং ‘অনলাইন গণমাধ্যম নীতিমালা, ২০১৭’ প্রণয়ন করেছে।

সাম্প্রতিক মন্তব্য

Top