logo
news image

বৃত্তের বাইরে

আব্দুল মতিন।  ।  
অন্ধকারে  অসহায় অার্তনাদে
অামি জিজ্ঞাসু হয়ে উঠি।
অামার  প্রাণ প্রদীপ্ত হয় । বৃত্তের বাইরে
নির্ভিক সত্ত্বা । সৃষ্টির প্রকর্ষণায়  চলি বহুদূর ।
বেঁচে থাকি এ পৃথিবীতে ।
চারদিকের  অন্ধকার  ভেদ করে চলি  যত টুকু পারি।
মাটির ঘরে রেখে অাসে প্রিয়জন যে ভরসায়।
এখানে  তবু সূর্য উঠে। চাঁদ হাসে অামাদের হয়ে। অন্যের কথা  ভুলে খুঁজি শিঁকড় নিজ পায়ে হেঁটে।
অামি বন্দি নই।
মুক্ত পৃথিবীর অাদিম সন্তানের উত্তরসূরি।
অসীম অাকাশের পরে অামার বাড়ি।
এন্টার্কটিকা অামার উষ্ণতার চাদর।
সবাই দাস হয়ে থাকো;অগভীর সমুদ্রের ভয়ে ।
অামি ডুব দেই মহা অানন্দে ;পিতার পুকুর ভেবে । নরকে কদম ফুল হাতে নিয়ে বৃষ্টিতে ভিজি।
শরতের কাশ ফুলে সাজাই মর্ত্যের বাসর।
 * আব্দুল মতিন: কবি,  অধ্যক্ষ, শাহজালাল মহাবিদ্যালয়, জগন্নাথপুর, সুনামগঞ্জ।

সাম্প্রতিক মন্তব্য

Top