logo
news image

গঙ্গাচড়ায় পুলিশের ব্যাতিক্রম উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, গঙ্গাচড়া (রংপুর)।  ।  
জনগণের মাঝে ট্রাফিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গঙ্গাচড়া মডেল থানা পুলিশের উদ্যোগে আজল মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্টে এক আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল ‘এ’ সাইফুর রহমান সাইফ। আলোচনা সভায় তিনি বলেন, হেলমেট মোটর সাইকেল চালকদের দুর্ঘটনার পরও জীবন রক্ষা করতে সহায়ক। তাই সকল মোটর সাইকেল চালককে তিনি হেলমেট ব্যবহারের পরামর্শ দেন।
পরে ট্রাফিক অভিযানে অংশ নিয়ে হেলমেটধারী মোটর সাইকেল চালকদের ফুল দিয়ে অভিনন্দন জানান এবং যাদের হেলমেট ও বৈধ কাগজপত্র নেই তাদের ৪০টি মোটর সাইকেল আটক ও ৫০টি মামলা দায়ের করা হয়।
র‌্যালিও আলোচনা সভায় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া মডেল থানার ইন্সপেক্টর তদন্ত সুশান্ত সরকার, এসআই আব্দুল ওয়াহাবসহ থানার অফিসার ও কনষ্টেবলরা।

কমেন্ট করুন

...

সাম্প্রতিক মন্তব্য