logo
news image

বাগাতিপাড়ায় ১২১ শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদকঃ
‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রশাসন ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলার  প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১২১টি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে রাস্তায় একযোগে মানব বন্ধন কর্মসূচী পালিত হয়। বাগাতিপাড়া সরকারী ডিগ্রী কলেজ, পেড়াবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাগাতিপাড়া মহিলা ডিগ্রী কলেজ, বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট, তকিনগর আইডিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজ, পেড়াবাড়িয়া দাখিল মাদরাসার আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, বাগাতিপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহাদ আলী, প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত ফাইজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, অধ্যক্ষ শহিদুল আলম, অধ্যক্ষ একেএম শরিফ উদ্দিন আহম্মদ, অধ্যক্ষ মকবুল হোসেন, উপাধ্যক্ষ শাহিদা খাতুন, সুপার শামসুল আরেফিন প্রমুখ।

সাম্প্রতিক মন্তব্য